কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক, মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের ১৩নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীরর হোচ্ছামিয়া লুৎফুন্নেছা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ৭শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হাসান খসরু, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কাউছার, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য কাউছার খন্দকার।
এসময় আরোও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শোয়েব চৌধুরী মিঠু, সহসভাপতি আরিফুল ইসলাম আরিফসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।