কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর টাউন হলের বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গনে উপজেলা পরিসংখ্যান অফিস, আদর্শ সদর, কুমিল্লার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর- ৬ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল।
এসময় প্রধানমন্ত্রীর উপহার আদর্শ সদর উপজেলাধীন মাধ্যমিক বিদ্যালয় সমূহের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।