কুমিল্লায় এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার নতুন পোশাক বিতরন
সাইফুল ইসলাম।।
কুমিল্লায় এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার নতুন পোশাক বিতরন করেছে পুলিশ নারী কল্যান সমিতি, কুমিল্লা।
রোববার দুপুরে সংরাইশ সরকারি শিশু পরিবারে নতুন পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার আবদুল মান্নান।
স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক ও পুনাক সভাপতি অর্পনা বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, লুবনা জামান, কোতয়ালী থানা অফিসার ইনার্জ (ওসি) সানজুর মোরশেদ, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন নাহার মনিসহ আরো অনেকে।
ঈদের জন্য নতুন পোশাক পেয়ে শিশু পরিবারের ৭৫ জন মেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করেছে।