ইফতার পার্টি না করে অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আয়োজনে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল অডিটরিয়ামে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ৫০০ জন অস্বচ্ছল স্বাস্থ্য কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সংসদ সদস্য প্রধান অতিথি বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু সব সময়ই অসহায়, অস্বচ্ছল মানুষদের কথা ভাবতেন তাঁরই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন এ দেশের অস্বচ্ছল মানুষগুলো কিভাবে একটু ভালো থাকবে।
তিনি আরো বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন তিনি টিকে থাকলে আপনারা টিকে থাকবেন এবং এ দেশ ৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে পরিনত হবে ইনশাআল্লাহ। বিএমএ কুমিল্লা সভাপতি ডাঃ আবদুল বাকি আনিছের সভাপতিত্বে বি এম এ কুমিল্লা'র ইসি সদস্য ও স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা: মোর্শেদুল আলম এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএমএ সাধারন সম্পাদক, ডা. মোঃ আতাউর রহমান জসীম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বিপিএমপিএ এর সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম, বিপিএম পিএ এর সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন, বিএমএ এর ট্রেজারার অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, কুমিল্লা ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক মির্জা কোরাইশী, অধ্যাপক ডা. আতোয়ার রহমান, অধ্যাপক ডা. অজিত কুমার পাল, ডা. দিলরুবা আক্তার, ডা. আবদুল্লাহ আল হাসান, ডা. আলী নুর সহ অন্যান্য ডাক্তার, নার্স ও সকল প্রাইভেট হাসপাতালের অসচ্ছল স্বাস্থকর্মীরা উপস্থিত ছিলেন।