সুমন চিশতী।।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নবগঠিত কমিটি শ্রদ্ধা নিবেদন করেছেন ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের নেতৃত্বে বেলা ১২টায় কমিটির সকল সদস্যরা শ্রদ্ধা জানান।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ২য় বারের কমিটিতে নবীন প্রবীনদের সম্মিলনে আবারো সভাপতির দায়িত্ব পেয়েছেন সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, নেত্রী আস্থা রেখে এ কমিটি আবারো আমাদের উপহার দিয়েছেন। আমরা অত্যন্ত সুন্দর কমিটি পেয়েছি। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ