কুমিল্লার দেবীদ্বার পৌর যুবদলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় পৌর সদরের হোটেল ডায়না এ সভা হয়। আয়োজিত ওই সভায় সাদ ঘোষিত পৌর যুবদলের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ'রা
পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহ জামান মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার পৌর বিএনপি'র আহবায়ক মহিউদ্দিন আহমেদ (ভিপি মাহফুজ), বিশেষ অতিথি দেবীদ্বার পৌর বিএনপি'র সদস্য সচিব আলিম পাঠান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম ইমরান হাসান।
এ সময় পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম নিজামী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ পৌর সেচ্ছাসেবক দলের আবু মুসা সরকার বক্তব্য রাখেন।
সভায়- পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইমরান খান রিপন, মো. জালাল হোসেন কাজল, মাহমুদ আলী হায়দার, মো. সবুজ পাঠান, মো. সোহেল রানা সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন নিজামী, সারওয়ার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম সরকারসহ উপস্থিত ছিলেন অনেকে।