আশিকুর রহমান।।
ফ্রান্সের প্যারিসে ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা যোবাইদা রহমানের বিরোধে বাংলাদেশে ফরমায়েশি রায়ের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্যারিসের একটি অভিজাত্য হল রুমে এসময় উক্ত প্রতিবাদ সভায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন লোকমান আহমেদ প্রতিবাদ সভাটি পরিচালনা করেন যৌথভাবে সাবেক ছাত্রনেতা মুমিন রহমান ও আবু সালেহ শামিম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এসময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি এইচ এম রহিম, সহ সভাপতি রুহুল আমিন আবদুল্লাহ, মাহবুব আলম রাঙা, মোঃ মিজান আলী, শাহজামাল, ফ্রান্স বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, মোহাম্মদ ইলিয়াস কাজল, নাছির আহমেদ নাছিম , আবদুর রব রানা, সাব্বির আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, ফ্রান্স বিএনপির নেতা জাহাঙ্গীর আলম মিলন, ফ্রান্স জাসাসের আহবায়ক কিরন আহমেদ, মহিব আহমেদ, যুবনেতা আবু বক্কর, জিএস আল আমিন, শেখ এমরান, মির্জা সুমন, মোঃ সোহাগ এহসান,সৈযদ সাহেদ আলী, আতিক আহমেদ, সৈয়দ তকবির আলী, কাজী তুহিন, জোবের আহমেদ, ইমরা আজিজ, সাব চৌধুরী, সমাপনী বক্তব্য রাখেন হুমায়ন রশিদ এনাম, ফ্রান্স বিএনপির সহ সভাপতি শামিম বাহার বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিছবা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক শ্যামল দাস সানি, আন্তর্জাতিক সম্পাদক দিব্যরয়, যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ আফজল হোসেন, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক জগলুল হোসেন রেমন, সদস্য মহিব আহমেদ, ফরিদ মিয়া, ইমরান আজিজ, ফ্রান্স বিএনপির নেতা শাহ মিলাদুর রহমান জুমার, জাহেদ আহমেদ, কাজী মাহবুবুর রহমান, যুবদল নেতা নাজমুল ইসলাম সায়েম, সাবেক ছাত্রনেতা শেখ শামসুদ্দিন শামসুল, সামাদ খান রাজু, সাবেক ছাত্রনেতা জগৃুল, নায়িয়ান খান, সহ কয়েকশ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তারেক রহমান ও তার সহধর্মিণী ডা যোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ রায় বাতিল করার জন্য বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়তত্ত্বাবধায়ক সরকারের অধিনে করার দাবি জানান।