সুতপা নন্দী।।
নদীর এপারে বসিয়া ওপারের রোদের ঝিকিমিকি খেলা দেখিতে লাগিলাম। সন্ধ্যার পূর্বে রোদের ঝিকিমিকি খেলা আর গরমের ছাঁটা শরীরের মাতলামি এনে দেয়। কিন্তু ঠিক সন্ধ্যার বাতাসে ঠান্ডা করে দেয় মন প্রাণ। দক্ষিণ থেকে শঙ্খধ্বনি কানে আসিয়া পরতে প্রাণখানি জুড়িয়া গেল।
টুকি হটাৎ পেছন থেকে ডেকে বলিল , কিরে বসে আছিস বড়? যাবি কখন! মা কি তোর জন্য বসিয়া প্রহর গুণিতে থাকিবে ?
আমি তখন বোনকে বলিলাম,
তুই চুপ কর, তোর সাজের আয়োজন ঠেকা গিয়ে।
আর আমি ঠিক মাকে বুঝিয়া বলিব, আর পাঞ্জাবি খানি পড়িয়া এখনই যাচ্ছি।
এই যে শোন, তাকের পাশে তোর বিলেতি বোতাম খানা আর সুগন্ধি সাজানো আছে,
বাড়িতে ঢুকেই সেসব খুঁজিয়া দয়া করে বাড়ি মাথায় তুলিস না, 'আমরুল একটা '