কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের পোস্টমাস্টার জাকের হোসেনের একমাত্র ছেলে মহিন উদ্দিন গত ৩০ অক্টোবর অনেক স্বপ্নও আশা নিয়ে ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমান। দীর্ঘ ২ বছরের কাগজপত্র প্রক্রিয়া শেষ করে সেখানে পৌছে, মাত্র ৩৯ দিনের ব্যবধানে স্টক করে বসেন।
সেখানকার স্থানীয় এক হাসপাতালে ভর্তি করালে ডাক্তার মৃত ঘোষনা করেন তাকে। মাল্টার স্থানীয় সময় শনিবার রাত ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে জানা যায়। । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে প্রত্যাশা সহ বহু আত্মীয় স্বজন শুভাকাংখী রেখে গেছেন।
উল্লেখ্য যে তিনি দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচ’র শিক্ষার্থী ছিলেন। পরিবারের ভাষ্যমতে,মাল্টা দেশের কাগজপত্র রেডি করে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
জামাল হোসাইন ভূঁইয়া/ অননিউজ