অনলাইন ডেস্ক।।
গত বেশ কিছুদিন ধরে রাজ-পরীমণির সন্তান রাজ্যের শরীরীক অবস্থা ভালো ছিলো না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হয়েছে। বাবা রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমণি নিজেই এ কথা জানিয়েছেন।
এ নিয়ে অবশ্য রাজও পাল্টা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার সমবেদনার কথা। কিন্তু সে কথার কোনো পাত্তা দেয়নি ভক্তরা। এবার সেই ভক্তদের জন্য সুসংবাদ দিলেন পরীমণি। রাজ্য সুস্থ হয়েছেন বলে জানিয়ে বুধবার পরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।
সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি আরও লেখেন, আপনারা সবাই আমার পদ্মকে কতো ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।
সূত্রঃ বিডি২৪লাইভ