ডিমলায় শিশু ধর্ষনের চেস্টায় গ্রেপ্তার ১

নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারী জেলার ডিমলায় ১২ বছর বয়সি এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেস্টা করা হয়েছে।

মঙ্গলবার(১১ মার্চ) বিকাল সারে ৩ টার দিকে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষণের চেস্টাকারী রফিকুল ইসলামকে গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম(৫০) নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে প্রতিবেশী বাক প্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একাকী পেয়ে ধর্ষণের চেস্টা চালায়।

এ সময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাত প্রাপ্ত হয় ও শ্লিলতাহানীর শিকার হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে হাতে নাতে আটক করে। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে। সহকারী পুলিশ সুপার মোঃ নিয়াজ মোর্শেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

আরো দেখুনঃ