নিজস্ব প্রতিবেদক।।
কর্মক্ষেত্রের পাশাপশি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আপনারান আনন্দে থাকলে আমরা আনন্দে থাকি, আপনারা ভালো থাকলে আমরা ভাল থাকি। আমি বিশ্বাস করি এই প্রথম কুমিল্লা থেকেই আমরা এমন মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামীতেও আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজন করবো এবং আমরা সকলে একসাথে এই অনুষ্ঠান উপভোগ করব। গতকাল আদর্শ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহাল্লদার) চিত্ত বিনোদনের জন্য আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, আদর্শ সদর উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আদর্শ সদর উপজেলা আয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাবেল। আলোচনা সভা শেষে পুরস্কার হিসেবে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান রফি রাজু।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com