অগ্নিসন্ত্রাসীদের টার্গেট এখন রেলপথে। টাঙ্গাইল ও গাজীপুর রেলপথে দুটি আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। সামান্য ক্ষতি হয়েছে আরও একটি বগির।
ফলে সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারেনি। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এসময় ভয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা নেমে পড়েন।
এর আগে বুধবার রাতে গাজীপুরের ভুরুলিয়ায় রেল লাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ’সময় তিনটি স্লিপারের কিছু অংশ পুড়ে যায়।