কুমিল্লায় ইয়াবা ও দেশীয় রিভলবারসহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি এসআই(নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং এএসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানার ৬নং জগন্নাথপুর ইউপির দৌলতপুরে অভিযান চালায়। এসময় দৌলতপুর জামে মসজিদের পশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে শপিং ব্যাগের ভিতর থাকা একটি দেশীয় লোহার তৈরী রিভলবার, ২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগকে আটক করা হয়।
আটক আসামী চাঁপাপুর দৌলতপুরের মোঃ সোহাগ । তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।