নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভূইয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার সুস্থতা কামনায় বুধবার (১০ মে ) বিকালে সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল,সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ জামান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাকির সরকার, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ সভাপতি আলহাজ্ব গরীবে নেওয়াজ, সাবেক কাউন্সিলর, মনিরুজ্জামান মধু, মো:দুলাল মিয়া, জাহেদা আক্তার মনি, রোকসানা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।