অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্য, বাড়তি ভাড়া আদায়ে জনমনে ক্ষোভ
জাবেদ হোসাইন মামুন,সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্য চলছে।বাড়তি ভাড়া আদায় নিয়ে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়! প্রতিনিয়ত চালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও গালাগালির ঘটনা ঘটছে। কেউবা ফেইসবুকে লাইভে এসে বাড়তি ভাড়ার বিষয়ে নিন্দার ঝড় তুলেছেন।
সোনাগাজী উপজেলার বিভিন্ন রুটে অঘোষিতভাবে নিজেদের ইচ্ছামত ভাড়া আদায় করছেন চালকরা। হাতেগোনা কয়েকটি যাত্রীবাহী বাস ছাড়া জেলা সদরে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা। আগে ২১ কিলোমিটার দূরত্বের ফেনী শহরে যাওয়ার ভাড়া ছিল ৪০টাকা। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এখন মাথাপিছু আদায় করা হচ্ছে দিনে ৫০-৬০টাকা রাতে আদায় করা হচ্ছে ৭০-৮০টাকা। সন্ধ্যার পর থেকে রাত যত বাড়তে থাকে ততই বাড়তি ভাড়া আদায় করেন চালকরা। এছাড়া সোনাগাজী মুহুরী প্রজেক্ট পর্যন্ত দশ কিলোমিটার সড়কের মনগাজী, ভৈরব চৌধুরী, শাহাপুর, সোনাপুর, বাদামতলী ও প্রজেক্ট বাজার পর্যন্ত ৪০-৫০টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। একই কায়দায় সোনাগাজী ওলামা বাজার, ভূঞা বাজার, কাজীর হাট, আমির উদ্দিন মুন্সির হাট, কুঠির হাট, তাকিয়া বাজার, ভোরবাজার, নবাবপুর, মতিগঞ্জ, কারামতিয়া, আদর্শগ্রাম, দারোগার হাট, ডাক বাংলা, বখতারমুন্সি, কুদ্দুস মিয়ার হাট সহ প্রত্যেকটি রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। রাজু আহম্মদ নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া সোনাগাজী উপজেলার প্রত্যেকটি রুটে জনগণকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন। বিষয়টি যেন দেখার কেউ নেই। তিনি এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নূরনবী নামে এক ব্যক্তি বলেন, বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। চালকদের লাগাম টেনে ধরার যেন কেউ নেই। চালকদের গলাকাটা ভাড়া আদায় থামাতে প্রশাসনের হস্তক্ষেপ জুরুরী। এ ব্যপারে উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর কোন নির্দেশনা দেয়া হয়নি। তবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ দেখিয়ে চালকরা বাড়তি ভাড়া আদায় করছে বলে শুনেছি। আমরা চালকদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি বাহার উল্যাহ বলেন, চালকদেরকে বাড়তি ভাড়া না নিতে অনুরোধ করেছি। কিন্তু তারা গাড়ির সরঞ্জাম সহ নিত্য পণ্যের উর্ধ্বগতির কারণ দেখিয়ে আমার অনুরোধ শুনছেননা। তারপরও জনগণের কথা চিন্তা করে আমরা সমন্বয় করার চেষ্টা করছি।
এসকেডি/অননিউজ