অস্বাভাবিক লোমে ঢাকা শরীর, সমাজের অবহেলায় দিন কাটে এক পরিবারের

মোঃ মনির হোসেন :

জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে বসবাস করছে এক অদ্ভুত পরিবার ১২ সদস্যের সবাইয়ের শরীরজুড়ে ঘন লোম। স্থানীয়দের কাছে তারা পরিচিত লোম মানব পরিবার’ বা,দাঁড়িওয়ালা পরিবার নামে।

অস্বাভাবিক এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। কেউ তাদের দেখে ভয় পায়, কেউবা করে উপহাস। স্কুল, কর্মক্ষেত্র কিংবা সামাজিক পরিসরে তাদের উপস্থিতি অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

পরিবারের সদস্য শিরিনা আক্তার বলেন, বিয়ের পর স্বামীর বাড়ির লোকজন আমাকে মেনে নেয়নি, তাই বাবার বাড়িতেই ফিরে আসতে হয়েছে।
আরেক সদস্য ভোলা হোসেনের অভিযোগ, মানুষ আমাদের মানুষ মনে করে না, পাশে দাঁড়াতেও ভয় পায়।

দারিদ্র্য ও সামাজিক অবহেলায় জর্জরিত পরিবারটি এখন মানবিক সহায়তা প্রত্যাশা করছে। ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার ইতোমধ্যে তাদের খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের জানান, এটি হরমোনজনিত এক ধরনের জেনেটিক সমস্যা, চিকিৎসা পরামর্শের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব।

মানবেতর জীবনযাপন করলেও সমাজে স্বাভাবিকভাবে বাঁচার আকাঙ্ক্ষা ছাড়েননি তারা। তাদের একটাই আবেদন একটু সহানুভূতি, একটু স্বীকৃতি।

আরো দেখুনঃ