আ.লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার সামনে থেকে ওঠবো না: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে থেকে সরে যাবেন না।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে হ্যান্ড মাইকে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূসকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা আপনাকে সম্মান করি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাসকে ‘প্রহসন’ মনে করেন তারা। “মূল দল আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে।”

দলের অভ্যন্তরে মতভেদ থাকতে পারে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই পক্ষের সব শক্তি বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তাই যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমরা ঐক্যবদ্ধভাবে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ