আইড়মারী উত্তর পাড়া মদিনাতুল উলুম মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলায় আইড়মারী উত্তর পাড়া মদিনাতুল উলুম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (জানুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদরাসা কমিটির সভাপতি মোঃ রাশেদ মিয়ার সভাপতিত্বে এবং ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি এস. এম. সোরহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহনুর রহমান পলাশ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিদুল ইসলাম সানি।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, ১১নং চরপুটিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি ফজলু মিয়া, গাইবান্ধা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইবরসহ সুলতান মিয়া, ফুলচান, মোশাররফ ও ইমান আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি।