আজ রোববার হচ্ছে “বাংলা সংস্কৃতি বলয়’র সাপ্তাহিক সংস্কৃতি হাটে বসন্ত উৎসব”

নিজস্ব প্রতিবেদক।।

বাংলা সংস্কৃতি বলয়’র সাপ্তাহিক সংস্কৃতি হাটে আজ ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। আগরতলা সংলগ্ন নন্দননগর সেনপাড়ায় গত বছর ডিসেম্বরে এই সংস্কৃতি হাট উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

২৪ মার্চ রবিবার সাপ্তাহিক সংস্কৃতি হাটে বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী। বিশেষ অতিথি থাকবেন ত্রিপুরার হুইপ কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী ও বাংলা সংস্কৃতি বলয় বিশ্বকমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন ও বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য।
এ আয়োজনে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে বিশ্বকমিটির অন্যতম যুগ্ম সচিব এস এম আল মামুন, নির্বাহী সদস্য দেলোয়ার হোসাইন আকাইদ ও সৈয়দ ফয়সল আহমদ অনন্ত যোগ দিচ্ছেন।

উল্লেখ্য গত অগাস্টে কলকাতায় বিশ্বকমিটির প্রথম অধিবেশনে বলয়’র প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর উপস্থিতিতে বাংলা সংস্কৃতি বলয়’র প্রতিটি অঞ্চলে একটি করে সংস্কৃতি হাট গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ