আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের

অনলাইন ডেস্ক।।

ব্রাজিলের হৃত গৌরব পুনরুদ্ধারে দায়িত্ব নেয়া কার্লো আনচেলত্তি তার প্রথম স্কোয়াডে নেইমারকে রাখেননি। বাংলাদেশ সময় মধ্যরাতে রিওতে ২৫ জনের দল ঘোষণা করেন মাদ্রিদ থেকে বিশেষ বিমানে রবিবার রাতে ব্রাজিলে যাওয়া আনচেলত্তি।

নেইমারকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি, ” এই দলে ডাক দেওয়ার সময় আমি চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করতে। নেইমার কিছুদিন আগেই চোটে পড়েছে। সবাই জানে, নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়—সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার, যে চোটে পড়েছে। আমি যেটা বলতে চাই, সেটা হলো ব্রাজিলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি। এটা জাতীয় দল—ব্রাজিল তার উপর নির্ভর করে। সে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি।”

এই দল আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।

২৫ সদস্যের স্কোয়াড –

‎গোলরক্ষকরা: অ্যালিসন বেকার, বেনেডিক্ট, হুগো সুজা

‎ডিফেন্ডাররা: আলেক্স সান্দ্রো, আলেক্সসান্দ্রো, লুকাস বেরালদো, চার্লস আগাস্তো, দানিলো, লিও ওর্তিজ, মার্কিনহোস, ভ্যান্দারসন, ওয়েসলি

মিডফিল্ডাররা: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, এডারসন, জারসন,

আক্রমণভাগ: অ্যান্টোনি, এস্তেভাও, ‎গাব্রিয়েল মার্তিনেলি, মাতেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন, ‎ভিনিসিয়ুস জুনিয়র

 

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ