আমাকে অপসারণ করা হয়নি, বললেন উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম

অনরাইন ডেস্ক।।

যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করা মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তাকে অপসারণ করা হয়নি বরং নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, গণমাধ্যমে তার পদত্যাগকে ‘অপসারণ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

পোস্টে তিনি উল্লেখ করেন, কোটা আন্দোলন থেকে শুরু করে ছাত্র রাজনীতির পথ পাড়ি দিয়ে বিসিএস প্রস্তুতির জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ান। ৪৬তম বিসিএস প্রিলি ও ব্যাংকের ক্যাশ অফিসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্থায়ী ক্যারিয়ারের লক্ষ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি জানান, গত ২৫ মার্চ তিনি উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন, যা ৮ এপ্রিল গ্রহণ করা হয় এবং ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

তবে গণমাধ্যমে একে “অপসারণ” হিসেবে দেখানো হয়, যা পুরোপুরি ভুল বলে দাবি করেছেন তিনি।

এছাড়া ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, কোনো ধরনের দুর্নীতি বা অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এই পোস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

সূত্রঃ বিডি24লাইভ
মাসু/অননিউজ২৪।

আরো দেখুনঃ