আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়বে বিএনপির ঝুড়িতে
স্টাফ রিপোর্টার

বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এক জরিপে বলছে, আগামী নির্বাচনে ৪১.৩০ ভোটার বিএনপিকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতকে ভোট দিবে ৩০.৩ শতাংশ এবং এনসিপিকে ভোট দিবে ৪.৭ শতাংশ। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন করেছে ১৮.৮ ভোটার।
রাজধানীর আগারগাঁওে ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এক জরিপ তুলে ধরে বলা হয়, ৩৯.১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। জরিপে বলা হয়, ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি। তবে বিএনপি ও জামায়াতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে ৬ বিভাগে। জামায়াত এগিয়ে আছে রংপুরে। আওয়ামী লীগ বরিশালে। এনসিপি ভাল করেছে চট্রগ্রাম বিভাগে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। এছাড়া তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ৪৫.৭৯ শতাংশ এবং অংশগ্রহণ চায় না ৪৫.৫৮ শতাংশ।
আগামী নির্বাচনে দলীয় প্রতীক ১৪.৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতাকে ৬৫. ৫ শতাংশ ভোটার বিবেচনায় নিবেন
JN