ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া” ‘৮টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা’
ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী ২৬ ডিসেম্বর। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার বিকালে গনভবনে আয়োজিত মনোনয়ন বোর্ডের সভায় উপজেলার আটটি ইউনিয়নের নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন- ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক, শশীদল ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোস্তফা সারোয়ার খান, মাধবপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফরিদ উদ্দিন, চান্দলা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইঁয়া, দুলালপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন নিকসন এবং সিদলাই ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল।
আগামী ২৬ ডিসেম্বর এই আটটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।