ইতালি যেতে আগ্রহীদের যে সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইতালি সরকার বাংলাদেশ থেকে বৈধ উপায়ে আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী। ইতালি সরকার বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নিতে চায়। একইসঙ্গে তারা অনিয়মিত উপায়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের প্রবণতাকে নিরুৎসাহিত করছে। আমরা তাদের অনুরোধ জানিয়েছি, যারা ইতোমধ্যে অনিয়মিতভাবে সেখানে গিয়েছেন, তাদেরও যেন আইনগত বৈধতার আওতায় আনা হয়।”
বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “সঠিক সংখ্যা বলা কঠিন, তবে ধারণা করা হয় ইতালিতে প্রায় এক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ভবিষ্যতে আরও শ্রমিক নেওয়া হবে, তবে প্রোপার চ্যানেলেই যেতে হবে।”
দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা পুলিশ, কোস্টগার্ড এবং বিজিবির সঙ্গে ইতালির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছি। ইতালি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে।”
সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তিনি বলেন, “এই ঘটনায় ইতোমধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
জুলাই আন্দোলনের নেতাদের ওপর হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ ধরনের হামলার ঘটনা কমে আসছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আগেভাগেই শনাক্ত করে প্রতিরোধ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।