ইসলামপুর আসনে এ.এস.এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে মানববন্ধন
মোঃ মনির হোসেন, জামালপুর

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী পরিষদ সচিব, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর) শাখার উদ্যোগে বেনুয়ারচর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুরে দলের দীর্ঘদিনের নিবেদিত ও পরীক্ষিত নেতা এ.এস.এম আব্দুল হালিম জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতীক। নিরপেক্ষ তদন্ত ও যাচাই-বাছাই করলে তার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা আরও স্পষ্ট হবে।
তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে একটি মহল। তাই প্রকৃত তথ্য-উপাত্ত যাচাইয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম বিপুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক নুর আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাবেক ইউপি সদস্য আবু তালেব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।