ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচির নেতৃত্বদেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে সুলতান মাহমুদ বাবু ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।