ইসলামপুরে বাদশা বাজার গ্রামীণ জীবনের এক টুকরো স্পন্দন

স্টাফ রিপোর্টার :

জামালপুরের ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ‘বাদশা বাজার’ অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় ও আস্থার বাজারে পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে আধুনিক ইলেকট্রনিক্স ও আসবাবপত্র—সবকিছু এক জায়গায় পাওয়ায় বাজারটি গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এনেছে। এই বাজারে বর্তমানে চলছে জমজমাট মোবাইল মেলা। অপ্পো, স্যামসাং, ওয়ালটন, ভিভো ও ইনফিনিক্সসহ দেশি-বিদেশি নামকরা সব ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে এখানে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সহজ কিস্তিতে মোবাইল কেনার সুবিধা, যা মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বাদশা বাজারে উন্নত মানের কাঠ দিয়ে তৈরি শৈল্পিক ডিজাইনের আলমারি, খাট, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন ধরনের ফার্নিচার সুলভ মূল্যে বিক্রি হচ্ছে। স্থানীয় কারিগরদের নিপুণ হাতে তৈরি এসব আসবাবপত্র বাজারটির অন্যতম বৈশিষ্ট্য।
এছাড়াও টিভি, ফ্রিজ, রাইস কুকারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাচ্ছে এখানে। বাজারে রয়েছে টেইলারিং সুবিধা, সেলুন এবং নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের বিশাল সমাহার।

বাজারের সুশৃঙ্খল পরিবেশ ও তুলনামূলক সুলভ মূল্যের কারণে আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এক স্থানীয় ক্রেতা বলেন, আগে ছোটখাটো জিনিস কিনতেও দূরে যেতে হতো। এখন বাদশা বাজারে এসে সবকিছু একসাথে পাওয়া যায়। বিশেষ করে কিস্তিতে মোবাইল কেনার সুবিধাটা আমাদের জন্য অনেক উপকারে এসেছে।

বাদশা বাজার কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য। গুণগত মান নিশ্চিত করা ও সঠিক সেবা প্রদানের মাধ্যমে বাজারটিকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

আরো দেখুনঃ