ইসলামপুরের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে মাঠে নামলো ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিক
মোঃ মনির হোসেন জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে দৃষ্টান্তমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিক। শনিবার (২৪ জানুয়ারি) সংগঠন দুটির যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাটির পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণযোগ্য করে তুলতে এ অভিযান পরিচালিত হয়। এতে ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে স্থাপনাটির চারপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং স্থানটিকে নান্দনিক ও ব্যবহার উপযোগী করে তোলা হয়।

এ বিষয়ে এর আগে স্থানীয় শিক্ষক, প্রযোজক, পরিচালক ও নাট্যকার সৈয়দ মাসুদ রাজা এক ভিডিও বার্তায় বলেন, ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলছেন এটি পাকিস্তান শাসনামলের, আবার কেউ বলছেন বাংলাদেশ স্বাধীনতার পর নির্মিত। তার ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
তিনি স্থাপনাটির সংস্কার করে লাল-সবুজের সমন্বয়ে নতুন রূপ দেওয়ার পাশাপাশি আশপাশ পরিষ্কার করে একটি সাংস্কৃতিক কেন্দ্র অথবা ইসলামপুরের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি জাদুঘরে রূপান্তরের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণমূলক কাজ সম্পন্ন করে প্রশাসন এ স্থাপনাটিকে ঘিরে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদী।
এদিকে স্থানীয় সচেতন মহল ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।