ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড
অনলাইন ডেস্ক।।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকে পেজটির নিয়ন্ত্রণ ব্যাংক কর্তৃপক্ষের হাতে নেই।
ইসলামী ব্যাংকের জনসংযোগ দফতর জানিয়েছে, ভোর ৫টা থেকে ৬টার দিকে হ্যাকাররা পেজটির নিয়ন্ত্রণ নেয়। এটি রিকভারি করতে ব্যাংকের আইটি টিম কাজ করছে।
পেজ হ্যাক করার পর হ্যাকাররা বিভিন্ন পোস্ট দেয়। আগের কিছু পোস্ট তারা সরিয়েও ফেলে। প্রতিবেদন লেখার সময় পেজটি ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
নিয়ন্ত্রণ নেয়ার পর হ্যাকাররা নিজেদের পরিচয় দিয়েছে ‘MS 407X’ নামে। পেজের কাভার এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করে ফেলেছে হ্যাকাররা।
সূত্রঃsomoytv
আই/অননিউজ২৪।।