উত্তরা ইপিজেড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিশেষ দল এই ষড়যন্ত্রের সাথে জড়িত

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (২৭অক্টোবর) শহরের বাটার মোড়ে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিন বলেন, উত্তরা ইপিজেড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটি বিশেষ দল এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা চাই না ইপিজেড বন্ধ হোক, ইপিজেডে কর্মচাঞ্চল্য তৈরি হোক।

তিনি বলেন
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ রাখা যাবে না।

বলেন, নীলফামারীতে যুবদল অত্যন্ত শক্তিশালী। বিএনপিকেও এরকম শক্তিশালী হতে হবে।

পরে একটি আনন্দ র‌্যালি বাটার মোড় থেকে শুরু করে দলীয় কার্যালয় ফিরে শেষ হয়।

আরো দেখুনঃ