এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন সাকিব ও মুস্তাফিজ
অনলাইন ডেস্ক।।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে চলমান আইপিএলের মাঝপথে দল পেলেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। নাফীস বলেন, ‘মুস্তাফিজ ও সাকিব এনওসির চেয়ে আবেদন করেছেন। মুস্তাফিজ দিল্লির হয়ে আর সাকিব লাহোরের হয়ে খেলতে চান। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।’
এর আগে, বুধবার (১৪ মে) বিকেলে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস বিবৃতি দিয়ে মুস্তাফিজকে দলে নেওয়ার কথা জানায়। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে টাইগার পেসারকে দলে নিচ্ছে দিল্লি। দলটি জানায়, এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে।
দিল্লির এই ঘোষণার কিছুই জানত না বিসিবি। কারণ বুধবার (১৪ মে) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে দুবাই যান মুস্তাফিজ। এতে করে তার আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়ে।
দিল্লির ফ্র্যাঞ্চাইজি অবশ্য জানায়, তারা মুস্তাফিজকে দলে নেওয়ার পরে এনওসির জন্য অপেক্ষা করছে। দুবাই পৌঁছে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মুস্তাফিজ। বোর্ড সূত্রে জানা গেছে, তার আবেদন ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।
এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দেশের বাইরে থাকা শীর্ষ অলরাউন্ডার এনওসি চেয়ে মেইল করেছেন। তার এনওসি সহজেই গৃহীত হওয়ার কথা।
আইপিএলের মতো পিএসএলও ৯ মে থেকে বন্ধ থাকার পর ১৭ মে আবার মাঠে ফিরছে। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের এই দুই তারকাকে এই দুই ফ্র্যাঞ্চাইজি আসরের শেষ ধাপে খেলতে দেখা যাবে।
সূত্র:বিডি২৪লাইভ
অ/অননিউজ২৪