এনসিবি কার্যালয়ে আরিয়ান খান
অনলাইন ডেস্ক।।
গত শনিবার কারামুক্তির পর প্রথম মান্নাতের বাইরে পা রাখলেন আরিয়ান। মাদক মামলায় কারামুক্তির পর ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে গেছেন শাহরুখপুত্র আরিয়ান খান ।সাপ্তাহিক হাজিরার অংশ হিসেবে শুক্রবার এনসিবি কার্যালয়ে যান তিনি।
গত ২৮ অক্টোবর বেশ কিছু শর্ত আরোপ করে বোম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেয়। এর অন্যতম এনসিবি কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা।
প্রত্যেক শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এনসিবি কার্যালয়ে হাজিরা দিতে হবে কিং খানের ছেলেকে।
বোম্বে হাইকোর্ট আরিয়ানকে ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। জামিন বন্ডে স্বাক্ষর করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
জামিনের শর্তে আরও বলা হয়, দেশ ছাড়তে পারবেন না আরিয়ান। পাশাপাশি নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আদালতে পাসপোর্ট জমা দিতে হবে তাকে।
এমনকি মুম্বাইয়ের বাইরে যেতে হলে এ মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগে থেকে জানাতে হবে এবং তার অনুমতি নিতে হবে।