এম বদিউজ্জামান বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতার বাড়িতে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মাাদ আলী মোহন, বাগেরহাট
মোল্লাহাটের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান এম বদিউজ্জামান বিদ্যা নিকেতনসহ মোল্লাহাট ও গোপালগঞ্জে একাধীক মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা, এনআরবি ব্যাংক ও গোপালগঞ্জের সর্ববৃহত শোপিং কমপ্লেক্স এ্যাডভান্স জামান সেন্টার এর স্বত্বাধীকারী, সিংগাপুর প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা এম বদিউজ্জানের নবীনবাগস্থ বাসভবনে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪মে) সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে তার মাতা পিতাসহ পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং দেশ, জাতিসহ সমস্ত মুসলিম বিশ্বের কল্যান ও শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত করেন কোর্ট মসজিদের হুজুর মুফতি মোঃ হাফিজুর রহমান। দোয়ায় অংশগ্রহন করেন মোল্লাহাট ও গোপালগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।