কচুয়ার সভাপতি পদে আইয়ুব আলী পাটোয়ারী পূণরায় নির্বাচিত
কচুয়া প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির টানা ৬ষ্ঠ বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী। গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোটের মাধ্যমে টানা ৬ষ্ঠ বারের মত বিদ্যালয়ের সভাপতি পদে তিনি নির্বাচিত হন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
টানা ৬ষ্ঠ বারের মত তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও বিভিন্ন মহল থেকে আলহাজ¦ আইয়ুব আলী পাটোয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24