কচুয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিলেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরেও চাঁদপুরের কচুয়ায় (স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা) প্রাণের টানে রক্তদানের উদ্যোগে গরীব, অসহায় ও সুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার তারাবির নামাজের পর রাতের আধারে মেঘদাইরসহ আশপাশের গ্রামের প্রায় শতাধিক অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন প্রাণের টানে রক্তদানের সদস্যরা।
এসময় মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক ও ইফতার সামগ্রী বিতরণ প্রস্তুতি কমিটির সভাপতি আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক ও ইফতার সামগ্রী বিতরণ প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ , ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম পাটোয়ারী, হাসান আহমেদ রুবেল, রুবেল প্রধানীয়া, আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা প্রাণের টানে রক্তদানের পক্ষ থেকে মেঘদাইর সহ আশপাশের গ্রামের প্রায় ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। যারা আমাদের এ কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া তিনি যেন আমাদের এ ক্ষুদ্র আয়োজনকে কবুল করে নেন।