কমলাপুর চাইল্ড হেভেন স্কুলে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক।।
“ শিশুর সুস্থ বিকাশে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা ও বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। শিশুকাল থেকে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুক্ত করতে হবে। শিশুকাল থেকে সঠিক ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে।”
জেলার আদর্শ সদর উপজেলার কমলাপুর চাইল্ড হেভেন পাবলিক স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালির বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. সেকান্দর আলী। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাজী মোহাম্মদ আবদুল হান্নান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল মবিন, জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন,স্থানীয় ইউপি সদস্য হাজী আবুল হোসেন মৈশান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ মনির।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।