কাঁচপুরে চাঁদা না দেয়ায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও লুটপাট
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে চাঁদা না দেয়ায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার নগর কাঁচপুর এলাকায় বিএনপি কর্মী স্বাধীন মিয়ার ছেলে হাসনাত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
হাসনাত নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় আলাফদির ছেলে নবির হোসেন, কবির হোসেন, নবীর হোসেনের ছেলে ফাহিম, চান মিয়ার ছেলে আবু ইসলাম, মেয়ে মোসা: রাহিমা ও বিল্লালের ছেলে ইয়ামিনসহ আরো অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
হামলার শিকার বিএনপি কর্মী হাসনাত বলেন, ৫ই আগস্টের পর নবির ও কবিরের সন্ত্রাসী বাহিনী আমার কাছে চাঁদা চেয়ে আসছিলো। না দেয়ায় দীর্ঘদিন যাবত হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। আজ বাড়িতে আমার ছোটবোনকে একা পেয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।