কাওলায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা
রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। শনিবার (১৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে কাওলার সিভিল এভিয়েশন মাঠে আয়োজিত এই জনসমাবেশ যোগ দেন তিনি।
মূলত বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার (৭ অক্টোবর) জনসভা করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেদিন সমাবেশ না করে কর্মসূচি এক সপ্তাহ পেছানো হয়।
আজকের সমাবেশ ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। অনুষ্ঠান শুরুর আগেই জনসভাস্থল নেতাকর্মীতে ভরে যায়।
জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সুবাদে গ্রাম থেকে নগর, সবখানেই লেগেছে বদলের ছোঁয়া। যার সুফল পাচ্ছে সবপ্রান্তের মানুষ। এ ধারা অব্যাহত রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা।