কুড়িগ্রাম ধরলা জেলা পরিষদ সুপার মার্কেটের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন ধরলা জেলা পরিষদ সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১লা ফেব্রয়ারী শনিবার সকাল ৯ থেকে দুপুর ২টা পযর্ন্ত একটানা ভাবে চলে ভোট গ্রহন। ১৩টি পদের বিপরিতে ২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে। এর মধ্যে ২টি পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১১ জন প্রার্থী ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে মোঃ আব্দুল মজিদ রিপন,মটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মামুনুর রশীদ ছাতা মার্কা,সাধারণ সম্পাদক পদে মোঃ মোরশেদুুল ইসলাম মুরাদ,ঈগল মার্কা,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আল নেওয়াজ শরীফ,ঘড়ি মার্কা,সাংগঠনিক সম্পাদক পদে ল্যাপ্টব মার্কা,মোঃ আবু বক্কর সিদ্দিক শিশির,বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোঃ খোরশেদ আলম, আম মার্কা,সহ কোষাধ্যক্ষ পদে দুজন মোঃ আনিছুর রহমান আনিস,ফটোকপি মার্কা ও মোঃ হামিদুল ইসলাম, মোবাইল মার্কা,দপ্তর সম্পাদক পদে,মোঃ জাকারিয়া হাবিব বাবু,উড়োজাহাজ মার্কা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,কার্যকরী পদে ৪ জন,মোঃ মজিদুল হক,আপেল মার্কা,মোছাঃ মনিরা আক্তার ইলিশ মাছ,মোঃ জাহাঙ্গীর আলম,টিয়াপাখি এবং মোঃ এমদাদুল হক,হাঁসমার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।

এমএফ/অননিউজ

আরো দেখুনঃ