কুড়িগ্রাম বি এ ডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের মতবিনিময় সভা।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।।
বি এ ডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন কুড়িগ্রাম এর এক মত বিনিময় সভা শনিবার সকাল থেকে দিনভর শহরের দাদা মোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ মাসুদ সুলতান,উপপরিচালক (বীজ বিপণন) বিএডিসি রংপুর অঞ্চল,কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম উপপরিচালক বিএডিসি (আলু বীজ) হিমাগার কুড়িগ্রাম, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি (বীজ বিপণণ) কুড়িগ্রাম,সভাপতিত্ব করেন মোস্তা ফিজার রহমান রাজু সভাপতি বি এ ডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন কুড়িগ্রাম।
সভায় বক্তারা বলেন আগামী আলু ও ইরি বোর মৌসুমে বি এ ডিসির বীজ উত্তোলন করে কৃষকরা যেন অধিক ফলন ফলাতে পারে সে দিকে ডিলারদের আরও সচেষ্ট হতে হবে।
মতবিনিময় সভায় জেলার ৭টি উপজেলার প্রায় ১শ৫০ জন বিএ ডিসির বীজ ডিলার উপস্থিত ছিলেন।