কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের অধ্যক্ষসহ ৩ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লা হেল বাকীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লা হেল বাকী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেক জোয়াদ্দার এবং বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রতাপ চন্দ্র।

গ্রেপ্তারকৃত আব্দুল্লা হেল বাকী: কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আব্দুল্লা খন্দকারের ছেলে,খালেক জোয়াদ্দার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভির গ্রামের মৃত নুরুল জোয়াদ্দারের ছেলে এবং প্রতাপ চন্দ্র মধ্য বড়ভিটা গ্রামের কবিন চন্দ্রের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান,গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয় । তিনি আরো জানান শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএফ/অননিউজ

আরো দেখুনঃ