কুড়িগ্রামে নিজের অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্পের ভেতরে নিজের অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে ওই সীমান্তে।
১৫- বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পারিবারিক সমস্যা ছিল।এ কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা যায়,উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়ির জেসিও নং-৯৫৪৬ সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন কর্তৃক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবরে আবেদনের প্রেক্ষিতে জানা গেছে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিন গংগারহাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী মোঃ নাসিম উদ্দিন (২৩) বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত নিয়মিত ডিউটির জন্য ইউনিফরম পরিধান করে বের হন। পরে তিনি তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নিজ কর্মস্থল গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের পূর্বপাশে গিয়ে বাউন্ডারির ভেতর নিজের শরীরে এক রাউন্ড গুলি ফাঁয়ার করলে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে বিজিবির সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিপাই মোঃ নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
এ ব্যাপারে ১৫ বিজিবি লালমনিরহাট সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় শুক্রবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বিজিবির সদস্যকে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কণে’ ল মেহেদী ইমাম ঘটনার সত্য তা নিশ্চিত করে বলূন, কয়েকদিন আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে আসার পর তিনি এই আত্মহত্যা করেন বলে জানা গেছে।পারিবারিক সমস্যা র কারণ হিসেবে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।