কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনাসভা ও ইফতার মাহফিল

শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে পবিত্র মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম।
সোমবার শহরের দাদামোড়স্হ আলমাস কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

এসময় বাংলাদেশ জামায়াতে জেলা শাখার সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইফতারে আগে দোয়া পরিচালনা করেন জামায়েত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

আরো দেখুনঃ