কুড়িগ্রামে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ আগস্ট) দুপুর ১২ টায় বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর থানা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,সেচ্ছা সেবক দলের আহবায়ক ইদ্রিস আলী,কৃষকদলের আহবায়ক রিপন রহমান প্রমুখ। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা।মিছিলে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতা কর্মিরা অংশ গ্রহন করে।
ই/অননিউজ ২৪