কুড়িগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এস আই`র মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক পুলিশের এস আই হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। তার পরিবারকে শান্তনা দেবার ভাষা নেই। আমরা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আসাদুজ্জামান। বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মোঃ হামিদুল হকের ছেলে।

জানা গেছে, গেল রাত সাড়ে ১০ টার দিকে এস আই আসাদুজ্জামান হঠাৎ করে ব্যথা বুকে ব্যথা অনুভব করে। এসময় আশেপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক এম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে। এখানে আনার পড় লাশের জানানা না করিয়ে তার লাশ বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে জেলা পুলিশ লাইন থেকে পুলিশের এস আই আসাদুজ্জামানের জানাযা ও গার্ড অব ওনার তাকে না দেয়ায় জেলার সাধারন পুলিশ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, পুলিশ আইনের ২২ ধারায় বলা আছে তারা ২৪ ঘন্টা ডিউটিরত, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়নি, এমনকি রংপুর থেকে তার লাশ কুড়িগ্রাম আনা হলেও জানাজা টুকু করা হয়নি। এটা আসলে মেনে নেয়ার মত না। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি পড়ে কথা বলবেন বলে জানান।

আরো দেখুনঃ