কুড়িগ্রামে ১ আসনে বিএনপির প্রাথী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সমাবেশ
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপি ও,পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইফুর রানা জানান এ বারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনে বিজয়ী হতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক,নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, শামীমা রহমান আপন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর, রহমান মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ প্রমুখ।