কুবি ডিবেটিং সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আয়োজনটি করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান৷ এছাড়া, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং ডিবেটিং সোসাইটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

মো. মতিউর রহমান বলেন, ‘প্রথমে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি আমাদের আজকের ইফতারে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আর আমরা রমজান মাসে সকলে সংযমী হব, বাকি এগারো মাসও যাতে আমরা এমন থাকতে পারি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে দেখেছি একটা সংগঠনের অনুষ্ঠানে অন্য কাউকে দাওয়াত করা হতো না, নিজেরা নিজেরা ইফতার মাহফিল করতো। কিন্তু কুবিতে দেখছি প্রায় সকল সংগঠন মিলে ইফতার হচ্ছে, এতে সকলের মধ্যে ভ্রাতৃব্য ভালো হয় একটা সুসম্পর্ক সবার সবার মধ্যে তৈরি হয়। ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত করেছেন তারা।’

কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মহসিন জামিল বলেন, ‘কুবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। খুবই স্বল্প পরিসরে আজকেই এই আয়োজন। যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা!’

সভাপতি সাদিয়া আরেফিন বলেন, ‘সকলের মাঝে ইফতার ভাগাভাগি করাতে রমজানের মাহাত্ম্য নিহিত থাকে। তাই আমরা শুধু ডিবেটিং সোসাইটির সদস্যরা না বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি সংগঠন নেতৃবৃন্দদের দাওয়াত করেছি। সকলে মিলে আমরা একসাথে ইফতার করবো। আশাকরি আপনারা সবাই ডিবেটিং সোসাইটির পাশে থাকবেন সবসময়।’

আরো দেখুনঃ