কুবির ফেনী স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে মামুন-ফাহাদ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘ফেনী স্টুডেন্ট এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে কার্যকরী সদস্যসহ মোট ৪৯ জনের কমিটি ঘোষণা করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিগত বছরের কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী বেলাল হোসাইন মামুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী জাহিদুল হক ফাহাদ।

কমিটির দায়িত্ব প্রাপ্ত অন্যান্য সদস্যগণের মধ্যে সহ-সভাপতির দায়িত্বে আছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার, আইসিটি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মেহের তারিন এবং ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী তানজিনা আক্তার। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। দপ্তর সম্পাদক গণিত বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক ফাহিম। অর্থসম্পাদক মার্কেটিং বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সোহেল এবং লোক প্রশাসন বিভাগের তাসনিম সুরাইয়া। এছাড়াও নারী সম্পাদকের দায়িত্বে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মোনতাসহ অন্য পদগুলোতে আছেন আরো অনেকে।

আরো দেখুনঃ