বুড়িচংয়ে অভাব ও ঋণের চাপে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালাপুর গ্রাম এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, জালালাপুর গ্রামের মৃত জীবন চন্দ্রের স্ত্রী নমিতা পাল(৪২) ও তার মেয়ে তন্নী রাণী পাল (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, নমিতার স্বামী মারা গেছে। তার তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্নী অবিবাহিত, পড়াশোনা করছিল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন নমিতা। সে স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন।গত দুই মাস অসুস্থ থাকায় কাজে যেতে পারেনি নমিতা। যে করানে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। কষ্টসাধ্য হয়ে ওঠে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা চরম মানসিক চাপে ছিলেন। বুধবার সকালে মা-মেয়
বিশ পন করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। ধারণা করা হচ্ছে অভাব ও ঋণের চাপে দু’জনে বিষপান করেছে।

বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ দুটির ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জেনেছি, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব, ঋণ ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছে।

আরো দেখুনঃ